লক্ষ্য উন্নয়ন, একসঙ্গে কাজ করবে এসজেডিএ-শিলিগুড়ি পুরসভা
এবার শিলিগুড়ি শহরের উন্নয়নে ঝাঁপাবে এসজেডিএ ও পুরসভা। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী যৌথ সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দেন। তবে এই মুহূর্তে তারা নির্মীয়মাণ ও অনুমোদিত প্রকল্পগুলির বাস্তবরূপ দিতে জোর দিচ্ছে। পুরভোটের আগে দু’পক্ষ এমন তৎপর হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যদিও উভয়পক্ষেরই দাবি, উন্নয়নের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। গোটা পরিস্থিতি নিয়ে শহরের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
ক’দিন আগেই এসজেডিএর চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। এদিন দুপুরে তিনি শিলিগুড়ি পুরসভায় আসেন। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ ধরে তাঁদের মধ্যে শহরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এরপর এসজেডিএ ও পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান যৌথ সাংবাদিক সম্মেলন করেন।
এসজেডিএর চেয়ারম্যান বলেন, বামফ্রন্ট পরিচালিত বিগত পুরবোর্ড নাগরিকদের সেভাবে পরিষেবা দিতে পারেনি। কয়েক বছর আগে শহরে ডেঙ্গু ও ম্যালেরিয়া দমনে এসজেডিএকে রাস্তায় নামতে হয়েছিল। তখন আমি এসজেডিএর চেয়ারম্যান ছিলাম। এবার শহরের নাগরিকদের পরিষেবা দিতে সে ধরনের সমস্যা হবে না বলে আশা করছি। প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে গৌতমবাবু যথেষ্ট অভিজ্ঞ। তাঁর পরামর্শ নিয়েই চলব। পাশাপাশি পুরসভার সঙ্গে বোঝাপড়া রেখে এই শহরের উন্নয়নমূলক কাজ করবে এসজেডিএ। যানজট মেটাতে এই শহরে আরও বিকল্প রাস্তা, সেতু তৈরি করা হবে। নাগরিকদের সুবিধার্থে এই শহরে ল্যান্ডমার্ক তৈরি করা হবে। এ ব্যাপারে শহরে সমীক্ষা শুরু হয়েছে।
পুরসভার চেয়ারম্যান বলেন, সৌরভ আসায় এবার এসজেডিএর সঙ্গে শহরের উন্নয়নমূলক কাজ করতে সুবিধা হবে। শহরের উন্নয়নমূলক কাজে আরও গতি আসবে। বুথস্তর থেকে নাগরিকদের পরিষেবা দিতে সুবিধা হবে। এদিন ওঁর সঙ্গে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। শহরের নিকাশি সমস্যা মেটাতে এসজেডিএ শীঘ্রই শুরু করতে চলেছে দু’টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণ কাজ। আরএকটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের জন্য জমি খোঁজা হচ্ছে। এর বাইরে শহরে বর্তমানে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পের নির্মাণ কাজ চলছে। যারমধ্যে রাস্তা, নালা, গার্ডওয়াল রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজে জোর দিচ্ছে এসজেডিএ। এদিনের সাংবাদিক সম্মেলনে দুই চেয়ারম্যান ছাড়াও পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য মানিক দে, দেবু সেনগুপ্ত, শ্রাবণী দাস প্রমুখ ছিলেন।
এর বাইরে শিলিগুড়ি শহর সংলগ্ন গ্রামীণ এলাকাতেও এসজেডিএ পরিকাঠামো উন্নয়নের কাজে জোর দিচ্ছে। এসজেডিএর চেয়ারম্যান বলেন, উন্নয়নের নিরিখে শিলিগুড়ি শহরের পাশাপাশি গ্রামীণ এলাকা ও জলপাইগুড়ি জেলাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই। গ্রামীণ এলাকাতেও রাস্তা, নালা, সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পুরভোটের আগে পুরসভা ও এসজেডিএর চেয়ারম্যানের এমন তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, সামনেই শিলিগুড়িতে পুরসভা ভোট। তাই তারা শহরের উন্নয়ন নিয়ে যৌথভাবে ময়দানে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছে। এটা ভোটের মুখে চমক ছাড়া কিছুই নয়।
এসজেডিএর চেয়ারম্যান অবশ্য বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ভোটে জেতার জন্য রাজনৈতিকভাবে প্রয়াস সবসময়ই করি। তা বলে উন্নয়ন নিয়ে রাজনীতি করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তাঁর নির্দেশ মতো রাজনীতির ঊর্ধ্বে উঠেই উন্নয়নমূলক কাজ করছি। রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে সর্বস্তরের মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছে। কাজেই উন্নয়ন নিয়ে রাজনীতি করার বক্তব্য এখানে খাটবে না।