আজ কৃষক আন্দোলনের ন’মাস পূর্তি, সিংঘুতে হবে জাতীয় সমাবেশ
আজ, বৃহস্পতিবার দিল্লির সীমানাগুলিতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনের ন’মাস পূর্ণ হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় কৃষকদের (Farmers) দু’দিনব্যাপী জাতীয় সমাবেশের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে।
সংযুক্ত কিষান মোর্চা দাবি করেছে, দু’দিনব্যাপী এই জাতীয় সমাবেশে ২০টি রাজ্যের প্রায় দেড় হাজার কৃষক প্রতিনিধি অংশ নেবেন। কৃষক আন্দোলনের (Farmers Protest)ন’মাস এবং সর্বভারতীয় সমাবেশ, এই দুইয়ের জেরে দিল্লির সীমানাগুলিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিস-প্রশাসন।
যদিও আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে বুধবারও দাবি করা হয়েছে, উল্লিখিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনওরকম অশান্তির সৃষ্টি হবে না। প্রশাসন যেন অযথা কৃষকদের ‘খলনায়ক’ তৈরির চেষ্টা না করে।
সংযুক্ত কিষান মোর্চ জানিয়েছে, আজ, বৃহস্পতিবার এবং কাল, শুক্রবারের এই সর্বভারতীয় সমাবেশ মোট পাঁচটি সেশনে ভাগ করা হবে। আজ হবে তিনটি। আগামীকাল দুটো।