রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের আগে বিপুল অঙ্কের টাকা লেনদেন শ্যামাপ্রসাদের অ্যাকাউন্টে

August 26, 2021 | < 1 min read

বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বিধানসভা ভোটের আগে সন্দেহজনক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে।

এত টাকা কোথা থেকে কী কারণে জমা পড়েছে, প্রাক্তন বিধায়কের কাছে তা জানতে চাইবেন তদন্তকারীরা। পাশাপাশি, একাধিক আয় বহির্ভূত সম্পত্তি, পেট্রোল পাম্পের হদিশ মিলেছে। এনিয়ে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হিসাব বহির্ভূত অর্থ মেলায় ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল বিধায়কের ৬টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে বলে পুলিশের দাবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Monetary Transactions, #Scam, #Shyamaprasad Mukherjee, #financial fraud

আরো দেখুন