সন্তানের জন্ম দেওয়ার আগে ছবি পোস্ট নুসরতের
নুসরত জাহানের হাসপাতালে ভর্তি হওয়াকে ঘিরে বুধবার দিনভর জল্পনা চলেছে। সকালে নায়িকার হাসপাতালে ভর্তি হওয়ার গুজব ছড়িয়ে পড়ে, দুপুরবেলা অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত নিশ্চিত করেন এখনও হাসপাতালে ভর্তি হননি নুসরত। অবশেষে বুধবার রাতে পার্কস্ট্রিটের এক বেসর হাসপাতালে ভর্তি হন তারকা সাংসদ, যদিও এব্যাপারে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি নুসরত । চাপা উত্তেজনার মধ্যেই সূত্র মারফত খবর আসে, বৃহস্পতিবারই সন্তানের জন্ম দেবেন নুসরত। এদিন বেলা এগারোটায় সি-সেকশন হবে অভিনেত্রীর।
বৃহস্পতিবার সাত সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে ছবি পোস্ট করলেন নুসরত। দুৃ-চোখে হবু সন্তানের প্রতীক্ষা। অভিনেত্রীর বার্তা- ‘Faith Over Fear’। হ্যাঁ, ভয় নয় বিশ্বাসের উপরই আস্থা রাখছেন নুসরত জাহান। সকাল সকাল পজিটিভিটির বার্তা উঠে এল নুসরতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।
ছবিতে একদম মেকআপহীন লুকে ধরা দিয়েছেন নুসরত, তবে তাঁর মাতৃত্বকালীন দ্যুতি ফেটে পড়ছে। ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা পর্দা এবং একটি দরজা ফুটে উঠেছে। ক্যাজুয়াল টি-শার্টে দেখা মিলল নুসরতের।
সূত্রের খবর, ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ৫১১ নম্বর বেডে রয়েছেন নুসরত জাহান। তাঁর উপস্থিতি ঘিরে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা।
চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে যশ-নুসরতের প্রেমের গুঞ্জন। ‘বিবাহিতা’ নুসরতের সঙ্গে যশের প্রেম ও সহবাস নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ ছিল না। তবে জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরত জানান, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে ‘অবৈধ’। সেই সম্পর্ককে সহবাসের নাম দিয়ে তিনি জানান, বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। নুসরতের সন্তানের পিতৃত্ব আগেই অস্বীকার করেছেন নিখিল, হবু সন্তানের পিতৃপরিচয় গোপনই রেখেছেন যশের বান্ধবী।