দেশ বিভাগে ফিরে যান

আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন তৃণমূলের

August 26, 2021 | < 1 min read

আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে আজ অংশগ্রহণ করে বিরোধী দলগুলি।
‘তালিবান নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার?’ বিদেশমন্ত্রকের কাছে তা জানতে চায় বিরোধীপক্ষ। বিদেশমন্ত্রকের উত্তর, ‘তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতোই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত।’ দিল্লিতে ডাকা সাংবাদিক বৈঠকে সর্বদলীয় বৈঠক নিয়ে এই তথ্যই দিলেন তৃণমূলের (TMC) সাংসদরা। আফগানিস্তান (Afganistan) ইস্যুতে কেন্দ্র সরকারের প্রতি যে তৃণমূলের পূর্ণ সমর্থন আছে, একথাও জানান এদিনের বৈঠকে।

এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সৌগত রায় এবং রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় সহ আরও অনেকে।

সাংসদ সৌগত রায় এদিন জানান, যেই সাত বিধানসভায় উপনির্বাচন হওয়ার কথা সেখানে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। ভোট করানোয় কোন বাঁধা নেই। নির্বাচন কমিশনও জানিয়েছে তারা মাস ভিত্তিক করোনা সংক্রমণের তথ্য রাখছে। সাংসদ কটাক্ষ করে বলেন, বিজেপি উপনির্বাচন পেছাতে চাইছে, কারণ তারা জানে ভোট হলেই হারবে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Narendra Modi, #Afganistan, #tmc

আরো দেখুন