দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বৈঠকে গরহাজির দুই বিধায়ক, অস্বস্তিতে বঙ্গ বিজেপি

August 26, 2021 | < 1 min read

একুশের কুরুক্ষেত্রে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলের কাছে হার মানতে হয়েছে বিজেপিকে। তারপর বিজেপিতে শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিজেপি পথ খুঁজছে। বুধবার বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন বিধানসভার নেতৃত্বদের নিয়ে বৈঠক ছিল। মূলত বিভিন্ন সাংগঠনিক সভাপতিদের নিয়ে এই বৈঠক হলেও সেখানে দুই বিধায়কের গরহাজিরা নতুন করে ভাবাচ্ছে বিজেপিকে।

বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুপস্থিতিতে বেশ অস্বস্তিতে বিজেপি।

বিশ্বজিৎ দাস এবিষয়ে বলেন, তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য এই ঘটনার পেছনে রয়েছে দলীয় অন্তর্দ্বন্দ্ব। বিজেপির সাংসদ অর্জুন সিং এবং তাঁর বিধায়ক পুত্র পবন সিং- এর স্বরাচারীতায় ক্ষুব্দ বিজেপি নেতারা।

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাংগঠনিক বৈঠকেও যোগ দেননি বিশ্বজিৎ দাস। এমনকী দলের অন্যান্য বৈঠকেও গরহাজির থেকেছেন তিনি। মাঝে দলের বিরুদ্ধে বেসুরো হতেও দেখা গেছে তাঁকে। যা বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। সরাসরি তোপ দেগেছেন দলের কিছু নেতার বিরুদ্ধে। বলেছেন, ‘আগামী দিনে কর্মীরা কেউ আর বিজেপিতে থাকবেন না।’ এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জেলা থেকে রাজ্য নেতৃত্বে চর্চা তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

#north 24-paraganas, #bjp

আরো দেখুন