রাজ্য বিভাগে ফিরে যান

ঐক্যশ্রীর টাকা দেওয়ার জন্য ৭২ ঘণ্টার মধ্যে নথি পরীক্ষা করার নির্দেশ

August 27, 2021 | 2 min read

ছবি: প্রতীকী

ঐক্যশ্রী স্কলারশিপের টাকা দেওয়ার জন্য তৎপর রাজ্য সরকার। সেই লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানকে ৭২ ঘণ্টার মধ্যে নথি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হল। সম্প্রতি শিক্ষাদপ্তরকে চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাদের বলা হয়েছে, সব স্কুল ও কলেজকে এই নির্দেশের কথা জানিয়ে দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা পড়লেই দ্রুত স্কুল ও কলেজগুলিকে সেই তথ্য পাঠিয়ে দিতে হবে। ওয়াকিবহাল মহল বলছে, প্রাপকদের যত না আগ্রহ, তার চেয়ে বেশি আগ্রহ সরকারের।


রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রা঩জ্যের শিক্ষার্থীদের পড়াশোনা ও বৃত্তিমূলক শিক্ষায় উৎসাহ দিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ একাধিক স্কলারশিপ চালু আছে। এরপরেও শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য ২০১৯-’২০ অথবর্ষ থেকে রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প চালু করে। ২০২০-’২১ অর্থবর্ষে এই প্রকল্পে ৩৯ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সরকার। প্রথম শ্রেণি থেকে পিএইচডি— যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারে। এই প্রকল্পে বছরে সর্বোচ্চ ৩৩ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। ইতিমধ্যেই এই প্রকল্পকে ঘিরে শিক্ষার্থীমহলে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পেও এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপের পুনর্নবীকরণের পাশাপাশি নতুন আবেদনও জমা নেওয়া হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচিতে। ২০২১-’২২ অর্থবর্ষের জন্য প্রায় ২৫ লক্ষ নতুন আবেদন জমা পড়তে পারে বলে রাজ্য সরকার মনে করছে। 


চিঠিতে রাজ্য সরকারের সচিব জানিয়েছেন, ওই প্রকল্প অনুমোদনের প্রথম ধাপ হল স্কুল বা কলেজ স্তরে আবেদনকারীর নথি যাচাই করা। কারণ, ওই ওই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মেধা যাচাই করা প্রয়োজন। সেই কারণে, স্কুল বা কলেজ যত দ্রুত নথি যাচাই করে দেবে, তত তাড়াতাড়ি সরকারও বৃত্তির টাকা বরাদ্দ করবে। এই কাজ যাতে দ্রুত হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। আর সেক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ ৭২ ঘণ্টা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Govt

আরো দেখুন