রাজ্য বিভাগে ফিরে যান

বণিকসভাকে শিল্প সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন পার্থ

August 27, 2021 | < 1 min read

রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতে চায় সরকার। এর জন্য সব রকমের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত ওয়েবিনারে যোগ দিয়ে বৃহস্পতিবার এ কথা জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ওয়েবিনারের যোগ দিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” রাজ্যে যাতে বিনিয়োগকারীদের কোনও সমস্যা না হয় তার জন্য খোদ মুখ্যমন্ত্রী নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প জগতের যে কোনও রকম সমস্যার তাৎক্ষণিক সমাধান করবে ওই হাই কমিটি। সরকারি দপ্তর থেকেও পুরো ছাড়পত্র পাবেন বিনিয়োগকারীরা।”

মন্ত্রী আরও জানান ইতিমধ্যেই রাজ্যে ইজ ওফ ডুইং বিজনেস এবং এক জানালা ব্যবস্থা চালু করা হয়েছে নতুন শিল্পকে অনুমোদন দেওয়ার জন্য। তার সঙ্গে যুক্ত হয়েছে এই কমিটি। যার মাধ্যমে এখন দেশের অন্যতম বিনিয়োগবান্ধব রাজ্য পশ্চিমবঙ্গ। এছাড়া বিদ্যুৎ, সড়ক, জল সরবরাহের মত শিল্পের সব ধরনের পরিকাঠামোকে ঢেলে সাজানো হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। কি বলেন এর ফলে পশ্চিমবঙ্গ এখন দেশের সবথেকে আকর্ষনীয় বিনিয়োগ গন্তব্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Partha Chattejee, #webinar, #assochem

আরো দেখুন