পুজোর আগেই তৃণমূলে প্রত্যাবর্তন রাজীব-দীপেন্দুদের? জল্পনা তুঙ্গে
আবারও তৃণমূলে ফিরতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), দীপেন্দু বিশ্বাসরা? পুজোর আগেই হবে ‘ঘরওয়াপসি’? রাজনৈতিক মহলে ফের তুঙ্গে এমনই জল্পনা। যদিও এ বিষয়ে শাসক শিবিরের তরফে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। ঘাসফুল শিবিরে থেকেও বারবার বিদ্রোহ ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায়। অবশেষে জল্পনাকে সত্যি প্রমাণ করে ঠিক নির্বাচনের আগেই করেছিলেন দলবদল। একে একে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন তাঁরা।
তবে বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি (BJP)। তৃণমূলের কাছে পর্যুদস্ত হয় তারা। বিপুল জনসমর্থনকে পুঁজি করে তৃতীয়বার বাংলার মসনদে বসে ঘাসফুল শিবির। আর তারপরই রাজনীতির আঙিনায় ফের সমীকরণের বদল। ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন সপুত্র মুকুল রায়। বিজেপিতে থাকলেও রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সাম্প্রতিক অতীতে তাঁর ফেসবুক পোস্ট নিয়ে কম শোরগোল পড়েনি। তারপরই আবার মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুর পর তাঁর বাড়িতে যেতে দেখা গিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ফের ঘাসফুল শিবিরে ফিরতে চলেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী? তবে সেই জল্পনায় জল ঢেলেছেন তিনি।
এদিকে, নারদ মামলায় মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারির প্রতিবাদে বিজেপি ছাড়েন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। তিনিও ইতিমধ্যেই তৃণমূলে ফেরার আরজি জানিয়েছেন। ঘাসফুল শিবিরে ফেরার ইচ্ছাপ্রকাশ করে আবেগপূর্ণ টুইট করেছেন সোনালি গুহও (Sonali Guha)। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তাঁর ভাইয়ের পারলৌকিক ক্রিয়ায় যোগ দিতেও দেখা গিয়েছে সোনালিকে। যদিও সেই সময় তৃণমূলে ফেরার ব্যাপারে কোনও কথা হয়নি বলেই দাবি করেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালি। শোনা যাচ্ছে, পুজোর আগেই তৃণমূলে ফিরতে পারেন দলত্যাগীরা। সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাসের নামই প্রথম সারিতে রয়েছে। যদিও এ বিষয়ে শাসকদলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রাজীব বন্দ্যোপাধ্যায় কিংবা দীপেন্দু বিশ্বাসরাও তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা প্রসঙ্গে মুখ খোলেননি।