কামারহাটিতে অশান্তির পরিকল্পনার অভিযোগ উঠল সিপিএম নেতার বিরুদ্ধে। সদ্য ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এক ব্যক্তিকে একটি ক্লাবের জমির রেজিস্ট্রেশন নিয়ে একজনের সাথে বচসায় জড়াতে শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে অডিও ক্লিপে যে কণ্ঠস্বরটি শোনা যাচ্ছে সেটা সিপিএম নেতা মানস মুখার্জির। অডিও ক্লিপে অশ্রাব্য ভাষাও বলতে শোনা যাচ্ছে ওই ব্যক্তিকে।
এমনকি হুমকির সুরে তিনি এও বলছেন, ‘অশান্তি হবে। তাতে ৫- ৭ টা লাশ পড়লেও কিচ্ছু যায় আসে না। পাড়ার লোক বোমা- গুলির সামনে সারেন্ডার করে।’
এরপর থেকেই হইচই পড়ে গেছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন, সিপিএম তার সন্ত্রাসের পূর্ব অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেনি।