নুসরতের ছেলের নাম প্রকাশ্যে আসতেই উচ্ছাস নেটিজেনদের
বহু জল্পনা, চর্চার শেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। জানা গেছে, পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে আপাতত ভাল আছেন মা ও সন্তান। সি-সেকশন হয়েছে নুসরতের, গোটা সময়টাই হাসপাতালে ছিলেন যশ দাশগুপ্ত।
সন্তান জন্মের খবর মেলার সঙ্গে সঙ্গেই সদ্যোজাতর নাম জানতে চেয়ে ও ছবি দেখতে চেয়ে কৌতূহল উপচে পড়ে নেটিজেনদের।
হাসপাতাল সূত্রে খবর মিলেছে, ছেলের নাম রাখা হয়েছে ঈশান। তবে তার ইংরেজি বানানটি শুরু হচ্ছে ‘Y’ দিয়ে। অর্থাৎ Yishaan। জল্পনা শুরু হয়েছে, তাহলে কি যশের সঙ্গে মেলানোর জন্যই ওয়াই দিয়ে শুরু করা হল সন্তানের নাম? যদিও সন্তানের বাবা হিসেবে সরকারি ভাবে কার নাম থাকছে, সে উত্তর এখনও পাননি কৌতূহলী নেটিজেনরা।
গতকাল নুসরতের সন্তান জন্মানোর সময়ে হাসপাতালে যশ ছাড়া আর কেউ ছিলেন না বলে জানা গেছে। এমনকি নুসরতের বাবা-মাকেও এদিন দেখা যায়নি। সেই নিয়েই কানাঘুষো শুরু হয়েছে, পরিবার কি তবে তাঁর পাশে নেই!
যদিও নুসরত মা হওয়ার পরেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘অনেক অভিনন্দন’ জানান। ‘ছেলেকে ভাল ভাবে মানুষ’ করার কথা বলেও এসএমএস করেন যশকে।