কলকাতা বিভাগে ফিরে যান

নুসরতের ছেলে বলে ভুয়ো ছবি ভাইরাল নেট মাধ্যমে

August 28, 2021 | < 1 min read

মা হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র (Baby Boy) সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তার সঙ্গে নুসরতের একটি ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

দাবি

দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাক পরে রয়েছেন নুসরত এবং তাঁর কোলে একটি ঘুমন্ত শিশু। এই ছবি নেটাগরিকদের চোখে পড়তেই হইচই পড়ে গিয়েছে। অনেকে ধরেই নিয়েছেন, হাসপাতাল থেকেই ফাঁস হয়েছে নুসরতের সঙ্গে তাঁর সদ্যোজাতর ছবি।

সত্যতা

কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, এই ছবিতে প্রযুক্তির সাহায্যে কারিকুরি করে বসিয়ে দেওয়া হয়েছে নুসরতের মুখ। কারণ দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যাতেও নুসরতের চুল সুবিন্যস্ত এবং তাঁর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। বুঝে নিতে অসুবিধা হয় না যে নুসরতের পুরনো কোনও ছবি থেকে তাঁর মুখটুকু নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক মহিলার মুখে। সুতরাং ছবির সদ্যোজাতটিও যে নুসরতের সন্তান নয়, তা স্পষ্ট হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#nusrat jahan

আরো দেখুন