ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে: অভিষেক
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে (TMCP Foundation Day) নতুন বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি শাসিত রাজ্যগুলোও ছিনিয়ে আনবে তৃণমূল, এমনই বার্তা দিলেন অভিষেক (Abhishek Banerjee)। বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক। তিনি আরও বলেন, ‘ত্রিপুরায় বিজেপির পায়ের তলায় মাটি নেই। পারলে তৃণমূলকে আটকে দেখাক বিজেপি।’
এদিন কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় বিজেপিকে নিশানা করে ছাত্র যুবদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘ প্রতি বছর এই বিশেষ দিনটিতে আমরা সম্মিলিত হই। কিন্তু গত ২ বছর ধরে কোভিডের জন্য এই সভা আমরা ভার্চুয়ালি করছি। ২০২১ এর যে নির্বাচন ছিল, তাতে ছাত্র যুব যে ভূমিকা পালন করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। রাজ্যে বিজেপি গণতন্ত্র ধ্বংস করেছে, সেখানে তৃণমূল পথ দেখিয়েছেন সবাই।’ তিনি আরও বলেন, ‘আগামী দিনে আমাদের লড়াই আরও বড়। ত্রিপুরায় তৃণমূলের সংগঠন এখন শুরু হয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে। বহিরাগতদের নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু সেই স্বপ্ন ওঁদের ভেঙে গিয়েছে।’
ভার্চুয়াল সভা থেকে ত্রিপুরাবাসীর উদ্দেশে অভিষেক বলেন, ‘বিজেপি-শাসিত রাজ্য ছিনিয়ে আনবে তৃণমূল। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে। খুব তাড়াতাড়ি ত্রিপুরায় স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী শুরু হতে চলেছে। শেষ বিন্দু পর্যন্ত ত্রিপুরায় দলীয় কর্মীদের পাশে থাকব।’
প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র যুবদের উদ্দেশে ভাষণে তিনি বারবার বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমাদের চ্যালেঞ্জ আরও বেড়েছে। দিল্লি আমাদের সঙ্গে না পারলে এজেন্সি লাগিয়ে দেয়। রাজনীতিতে এঁটে উঠতে না পারলে, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। আগে রাজ্যে কিছুই ছিল না, মা-মাটি-মানুষের সরকার সব করেছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষাক্ষেত্রে ১০ গুণের বেশি বরাদ্দ বাড়িয়েছি। আরও ২০ লক্ষ সাইকেল বিলি হবে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ শোধ করা যাবে ৪০ বছরেও। এ বছর ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব-স্মার্টফোন বিলি করা হবে।’