রাজ্য বিভাগে ফিরে যান

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ভার্চুয়ালি বার্তা দেবেন মমতা

August 28, 2021 | 2 min read

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ আগস্ট। গত বছর বাদ দিলে প্রতি বছরই অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয় দিনটি। ২১ জুলাইয়ের পর ২৮ আগস্ট সেই দিন, যা নিয়ে তৃণমূলের মধ্যে চলে সাজ সাজ রব। ২১ জুলাইয়ের অনুষ্ঠান মিটতেই শুরু হয়ে যায় প্রস্তুতিপর্ব। কংগ্রেস ভেঙে নতুন দল গড়লেও মমতা এই দিনটিকেই ফি বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করেন। প্রত্যেক বছর ধর্মতলায় গান্ধীমূর্তির কাছে ছাত্র সমাবেশ হলেও গত বছর করোনার সংক্রমণের জন্য তা সম্ভব হয়নি। ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবারও ঠিক তাই করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এবারও গান্ধী মূর্তির পাদদেশে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি হবে। শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করে দুপুর ২ টোয় কালীঘাট থেকেই ভার্চুয়াল ভাষণ দেবেন তিনি। প্রধান বক্তা দলনেত্রীই। বেলা ২ টোর থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শোনা যাবে তাঁর ভাষণ।

যুব সভাপতি থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে ওঠা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন ভার্চুয়ালি ভাষণ দিতে পারেন কি না এখনো জানা যায়নি।

সচরাচর ২৮ আগস্টের ভাষণে ছাত্র ও যুব সমাজকে রাজনীতি, সমাজ বোধ, নেতৃত্বের পাঠ দেন তৃণমূল নেত্রী। তবে রাজ্য এবং জাতীয় রাজনীতির নানা দিক ছুঁয়েও যান বক্তব্যে। এ বছর দলনেত্রী তাঁর ভাষণে দলের নবীন প্রজন্মের নেতা কর্মীদের অগ্রাধিকার দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সদ্য লেখাপড়ার পাট চুকিয়ে নিশ্চিত ভবিষ্যতের আশায় থাকা তরুণ-তরুণী দের কর্মসংস্থানের আশ্বাসও দিতে পারেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও শিক্ষাক্ষেত্রে গত এক দশকে তাঁর সরকার কী করেছে তার ফিরিস্তিও শোনাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছাত্র ছাত্রীদের কথা বলতে গিয়ে শিক্ষা জগতের প্রসঙ্গ উঠে এলে সাম্প্রতিক শিক্ষক বিক্ষোভের প্রতিক্রিয়াও দিতে পারেন মমতা। চুক্তিভিত্তিক শিক্ষিকাদের আন্দোলনে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। মরিয়া হয়ে প্রকাশ্যে বিষ খাওয়ার মতো নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন পাঁচ শিক্ষিকা। সেই ঘটনার প্রেক্ষিতে শনিবার ২৮ আগস্ট সমগ্র শিক্ষক সমাজকেও কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে। সমালোচনা না সহানুভূতির সুর? কোনটা শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায় তা নিয়ে বেশ কৌতূহল আছে শিক্ষা মহলে।

এ ছাড়াও ২০২৪-এর লক্ষ্যে এ রাজ্যের একেবারে তরুণ ভোটারদের জন্যও কোনও বার্তা থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়াদের ভূমিকা ব্যাখ্যা করতে পারেন তৃণমূল নেত্রী। অনেকেই মনে করছেন অজন্তা বিশ্বাস ইস্যু নিয়েও প্রথমবার মুখ খুলতে পারেন মমতা। তরুণ প্রজন্মের বাম মনস্কদের বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। কোভিড পরিস্থিতি, উপনির্বাচন, ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসতে পারে তাঁর ভাষণে বলেও মনে করছেন শাসকদলের কর্মীরা। এই প্রথমবার বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালিত হবে। আগরতলায় একটি মিছিল করার কথা তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি সে রাজ্যে আটটি জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল-বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMCP Foundation Day, #Mamata Banerjee

আরো দেখুন