রাজ্য বিভাগে ফিরে যান

টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে #TMCPFoundationDay

August 28, 2021 | < 1 min read

শুধু বাংলা নয়, ত্রিপুরাতে আজ পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই রাজ্যের ব্লকে ব্লকে ব্যস্ততা। একইরকম ভাবে অ্যাকটিভ সোশ্য়াল মিডিয়াও। আর সেই সৌজন্যেই টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে পৌঁছে গেল #TMCPFoundationDay। তিন লক্ষের বেশি টুইট নিয়ে আপাতত চর্চায় এক নম্বরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। একইসঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে Didi হ্যাশট্যাগটিও।

এদিন তৃণমূলের তরফে পোস্ট করে জানানো হয়, সকাল থেকে বেলা ১টার মধ্যেই ৩ লক্ষ টুইট হয়ে গিয়েছে। আজ বেলা ২টোর পর ছাত্রদের উদ্দেশে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারচুয়ালি যে ভাষণ শোনা যায় ত্রিপুরাতেও। বেলা ৪টের মধ্যে মমতা বন্দোপাধ্যায়ের ফেসবুকে ভিডিও দর্শক দেখা যায় ৪,১৭,০০০, যা সময়ে আরও বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMCP Foundation Day, #twitter trend, #twitter hashtag

আরো দেখুন