খেলা বিভাগে ফিরে যান

টোকিয়ো প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, রুপো জিতলেন নিষাদ কুমার

August 29, 2021 | < 1 min read

টোকিয়ো প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের। হাই জাম্পে রুপো জিতলেন নিষাদ কুমার।

দেশকে রুপো এনে দেওয়াই শুধু নয়, এশিয়ান রেকর্ডও গড়েছেন নিষাদ। ২.০৬ মিটার হাই জাম্প দিয়ে টি ৪৭ ইভেন্টে এই রেকর্ড গড়েন তিনি। ভারতের আরও এক প্যারালিম্পয়ান রাম পাল শেষ করেন পাঁচ নম্বরে। নিষাদের সাফল্যের কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘টোকিয়ো থেকে ফের এল আনন্দের খবর। নিষাদ কুমার টি ৪৭ হাইজাম্পে রুপো জিতেছে। অভিনন্দন নিষাদকে। ও দক্ষ, দৃঢ় প্রতিজ্ঞ একজন ক্রীড়াবিদ।’

নিষাদ কুমারকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

TwitterFacebookWhatsAppEmailShare

#Nishad Kumar, #Tokyo Olympics

আরো দেখুন