রাজ্যে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল সংক্রমণ, ঊর্ধ্বমুখী সুস্থতার হার
এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ৫১০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। তবে বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি ১১ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। একদিনে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন বাংলার ৬৪৭ জন।
দৈনিক সংক্রমণের ফের তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৫২ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৮,০৫৮।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৪৩৪ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৪৭ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২০,৭০২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৯,৬৭,৯৩০ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।