এবার দ্বিতীয় ডোজ প্রাপকদের ফোন করে ডাকবে কলকাতা পুরসভা
শহরের দ্বিতীয় ডোজ প্রাপকদের ফোন করে টিকাকেন্দ্রে ডেকে নেওয়া হবে। তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। শহরে প্রায় এক লক্ষ মানুষের দ্বিতীয় টিকা বাকি রয়েছে। কিন্তু অনেকেই টিকা নিতে আসছেন না। তার জন্য প্রত্যেককে ফোন করা হবে। জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময়। সেই মতো টিকাশিবিরে এসে টিকা নেবেন প্রাপকরা। ফলে সারাদিন লাইনে দাঁড়িয়ে ভোগান্তি এড়ানো যাবে। পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, মানুষের সচেতনতা বৃদ্ধিতে পুনরায় শহরজুড়ে হোর্ডিং দেওয়া হবে। বকেয়া প্রাপকদের দ্বিতীয় টিকা নেওয়ার জন্য অনুরোধ করব। সেই ব্যাপারেও প্রচার চালানো হবে। অন্যদিকে, কলকাতায় শুরু হয়েছে সেরো সার্ভে। যদিও সেটা খুব ধীরগতিতে চলছে। অত্যন্ত অল্প সংখ্যক মানুষের উপরে সার্ভে করা হয়েছে। আপাতত ৬৮ জনকে সার্ভের আওতায় নিয়ে আসা গিয়েছে। তাতে প্রায় ৯১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি মিলেছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। ৮২ নম্বর ওয়ার্ডে আপাতত এই সার্ভে হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া এবং আক্রান্ত না হওয়া-দুই রকমের মানুষ রয়েছেন।
এক পুর স্বাস্থ্যকর্তা বলেন, এখন আমরা টিকাকরণের উপর বেশি জোর দিয়েছি। সবাই সেখানেই ব্যস্ত। পাশাপাশি সেরো সার্ভেও চলছে। দু’টি আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করা হচ্ছে। ডবল পরীক্ষা করে রিপোর্ট তৈরি করা হয়েছে। সার্ভেতে যে তথ্য আপাতত উঠে এসেছে, তাতে অ্যান্টিবডির মাত্রা যথেষ্ট সন্তোষজনক। তবে, আত্মতুষ্টির জায়গা নেই। সচেতন থাকতেই হবে। কারণ মানব শরীরে অ্যান্টিবডির মাত্রাও ওঠানামা করে।