বিবিধ বিভাগে ফিরে যান

বাগুইহাটির পুজোয় এবার মণ্ডপে দশভুজা মমতা, হাতে উন্নয়নের ‘অস্ত্র’

August 31, 2021 | 2 min read

ছবি: প্রতীকী

 সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে উন্নয়নের অস্ত্রেই তিনি কুপোকাত করেছেন প্রবল পরাক্রমী শত্রুপক্ষকে। আসন্ন শারদোৎসবে এবার মণ্ডপে সেই উন্নয়ন-অস্ত্রে সজ্জিতা মমতারূপী দশভুজার আবাহন হতে চলেছে। এমনই অভিনব ভাবনায় এবার পুজো আয়োজন করছে বাগুইআটির একটি পুজো কমিটি। এখানে মায়ের দশ হাতে থাকবে না ত্রিশূল বা অন্য কোনও অস্ত্র। তার বদলে দশ হাতে থাকবে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের খতিয়ান। 


পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, রাজ্য সরকারের জনমুখী একগুচ্ছ প্রকল্পের ভালো-মন্দ নিয়ে নিজেদের মধ্যে আড্ডার ছলেই কথা চলছিল একদিন। তখনই এরকম পরিকল্পনার কথা তাঁদের মাথায় আসে। ঠিক হয়ে যায় এবারের থিম। ঠিক হয়, সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির ছোঁয়া থাকবে প্রতিমা থেকে মণ্ডপসজ্জার প্রতিটি পরতে। যেমন মণ্ডপের অন্দরসজ্জা করা হবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে। যা রাজ্য সরকারের বহুল চর্চিত প্রকল্পগুলির মধ্যে এই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় বলা চলে। মণ্ডপে প্রবেশ করার সময় দর্শকরা আরও একটি সরকারি প্রকল্পের সঙ্গে পরিচিত হবেন। মূল প্রবেশপথটি করা হচ্ছে একটি চোখের আদলে। যা রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্পের প্রতীক। সেই চোখের মধ্যেই পুরো  মণ্ডপটি সাজানো হবে। মণ্ডপে প্রবেশের পর দর্শকরা একে একে দেখতে পাবেন স্বাস্থ্যসাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী সহ সমস্ত জনমুখী প্রকল্পের পরিচায়ক নানা সাজসজ্জা। 


তবে মূল আকর্ষণ অবশ্য এই মণ্ডপের দেবীমূর্তিতেই। পুজো কমিটির কর্মকর্তাদের মতে, সেখানে দশভুজা মুখ্যমন্ত্রীকেই প্রত্যক্ষ করবেন দর্শকরা। নীল-সাদা শাড়িতে আটপৌরে ঢঙে যেভাবে রাজ্যের মানুষ তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখতে অভ্যস্ত, সেভাবেই সাজিয়ে তোলা হবে প্রতিমা। মূর্তি গড়ছেন কুমোরটুলির শিল্পী মিণ্টু পাল। সেই প্রতিমার পায়ে থাকবে সাদা হাওয়াই চটি। যেমনটা দেখা যায় মুখ্যমন্ত্রীর পায়ে। দশ হাতে শোভা পাবে দশটি জনপ্রিয় প্রকল্পের স্মারক। পুজো কমিটির সভাপতি ইন্দ্রনাথ বাগুই জানান, আমরা এই থিমের নাম দিয়েছি, ‘তুমিই ভরসা’। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর ভরসা হয়ে বারবার পাশে দাঁড়িয়েছেন। তাঁরই মস্তিষ্কপ্রসূত একাধিক প্রকল্প মানুষের অনেক সুবিধা করে দিয়েছে। যথার্থ দেবীর মতোই তিনি রাজ্যবাসীর পাশে রয়েছেন। তাই এবারের পুজো ও থিমভাবনা সেই মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেই করা হচ্ছে। জোরকদমে কাজ শুরু হয়েছে এখন থেকে। আগামী সপ্তাহ থেকে প্রতিমাশিল্পী মিণ্টু পাল মমতারূপী দশভুজা গড়তে হাত লাগাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baguihati

আরো দেখুন