রাজ্য বিভাগে ফিরে যান

১- ৭ সেপ্টেম্বর পথ সাবধানতা সপ্তাহ পালনের ডাক মুখ্যমন্ত্রীর

August 31, 2021 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো ১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হয় পুলিশ দিবস। এবছরও তাই হবে। সাথে ১ থেকে ৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে পথ সাবধানতা সপ্তাহ। ফেসবুক পোস্টে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় প্রতিটি জীবনই মূল্যবান। তাই মানুষের সাবধান হওয়া অত্যন্ত জরুরী।

বাংলার পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত। কিন্তু এখন স্কটল্যান্ড ইয়ার্ডকেও ছাপিয়ে গিয়েছে এ রাজ্যের পুলিশ। গত বছর রাজ্য পুলিশের এভাবেই ভূয়সী প্রশংসা করে দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, ‘‌শিক্ষকদের জন্য বিশেষ দিন রয়েছে, নারীদের জন্য বিশেষ দিন রয়েছে। আর যারা আমাদের জন্য প্রাণও দিতে পারেন, তাঁদের জন্য কিছু করা হবে না?‌’‌

এরপরেই ১ সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবছরও ওই দিনে পুলিশকর্মীদের ধন্যবাদ জানাবে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Road Safety week

আরো দেখুন