দুর্গাপুরে পৌঁছালেন মমতা, কাল পানাগড় শিল্পতালুকে কারখানার শিলান্যাস
দু’দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুকে একটি পলিফিল্ম কারখানার শিলান্যাস করবেন। সেই উদ্দেশে মঙ্গলবার তিনি পৌঁছন দুর্গাপুরে। কারখানার শিলান্যাসের পর তাঁর কলকাতায় ফেরার কথা।
প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে ওই পলিফিল্ম কারখানাটি। ওই কারখানায় কয়েকশো কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ পানাগড় শিল্পতালুকে পলিফিল্ম কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। ওই কারখানাটির উৎপাদন শুরু হতে তিন বছর সময় লাগবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ২০২৪ সালে কারখানাটিতে পুরোদস্তুর উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিল্পশহরকে।
প্রথমে ঠিক ছিল মঙ্গলবার আকাশপথে দুর্গাপুর যাবেন মমতা। তবে আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে পৌঁছন। পানাগড়ে ওই কারখানাটি নিজে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্পায়নের বার্তা দিতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।