‘হারকে জয় বলে চালাচ্ছে’ বঙ্গ বিজেপির বিরুদ্ধে আবার বিস্ফোরক তথাগত
ফের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির (BJP) বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। বিভিন্ন সময়ে দলের নীতি বা রাজনৈতিক কৌশল নিয়ে বিষোদগার করেছেন গেরুয়া শিবিরের এই বর্ষীয়ান নেতা। কিন্তু এদিন টুইট করে যা বললেন, তা কার্যত সবকিছুকে ছাপিয়ে গেলো।
একুশে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে-পরে নানাভাবে দলের বিরুদ্ধে বলা ভালো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিভিন্ন ইস্যুতে তোপ দেগেছেন তথাগতবাবু। যার জন্য দলকে কম বিড়ম্বনায় পড়তে হয়নি। এদিন তারই নয়া সংযোজন। যা বাংলার রাজনীতিতে যথারীতি আলোড়ন ফেলে দিয়েছে।
এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় দলীয় নেতৃত্বকে কটাক্ষ করে এক টুইটে লেখেন, “নির্বাচনের আগে বলত, উনিশে হাফ, একুশে সাফ। নির্বাচনের পরে বলে, তিন থেকে সাতাত্তরে তুলেছি। দায় স্বীকার করতে হলে মেরুদন্ড ও সৎসাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে, বা হারকে জয় বলে চালাচ্ছে তারা করবে দায় স্বীকার ?”
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে তথাগত রায়ের এই টুইট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এদিন দুপুরে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। লাইনে আরও অনেক বিজেপি বিধায়ক ও জেলার নেতারা রয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষ করে বিজেপির সাংগঠনিক জেলার বিধায়ক ও দলীয় নেতারা তৃণমূলে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। আর এদিন তথাগত রায়ের নিশানায় যে দিলীপ ঘোষরা ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।