লক্ষীর ভাণ্ডারে গতি আনতে বদলে যাচ্ছে ব্যাঙ্ক খোলা থাকার সময়
বৃহস্পতিবার থেকে রাজ্যে পুরো সময় পরিষেবা দেবে ব্যাঙ্ক। বুধবার পানাগড়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। মমতা বলেছেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট খোলার কাজ চলছে। কোটি কোটি মানুষ এখন অ্যাকাউন্ট খুলবেন। তাই ব্যাঙ্কের সময় বাড়িয়ে দিচ্ছি।’’
অতিমারির সময় ব্যাঙ্কের সময় কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত করে দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার থেকে আগের মতোই পুরো সময় অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা থাকবে ব্যাঙ্ক। বুধবার মমতার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলিও। ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন’-এর রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘‘১৫ সেপ্টেম্বরের মধ্যে লক্ষ্মীর ভান্ডারে ফর্ম জমা নেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। সময় বাড়লে কাজের সুবিধাই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে।’’ রাজ্যের গরিব পরিবারের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন মমতা। বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। ভোটের পর তাতে সাড়াও পাওয়া গিয়েছে। মমতা নিজেই বুধবার বলেছেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারে প্রায় দেড় কোটি মা-বোনেরা নাম লিখিয়ে ফেলেছেন।’’
বুধবার পানাগড়ে পলিফিল্মের কারখানার শিলান্যাস করেন মমতা। সেখানে সাংবাদিক বৈঠকও করেন। তাঁর সরকারের কাজের খতিয়ান এবং প্রতিশ্রুতি পূরণের হিসেব দিতে গিয়ে মমতা বলেন, ‘‘যা যা বলেছিলাম, সাড়ে তিন মাসে তার ৯০ শতাংশ করে দেখিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর মা-বোনেরা নাম লিখিয়ে ফেলেছে। ওদের তো টাকা দিতে হবে! ব্যাঙ্কিং সেক্টরের সময় দুটো পর্যন্ত থাকায় অসুবিধা হচ্ছে।’’ মমতা এরপর বলেন, ‘‘কাজে গতি আনতেই ব্যাঙ্কের টাইমটা একটু বাড়িয়ে দিচ্ছি। মানুষ যাতে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা করতে পারে।’’