রাজ্য বিভাগে ফিরে যান

কোভিড টিকাকরণে এক দিনে জোড়া মাইল ফলক স্পর্শ করল বাংলা

September 1, 2021 | < 1 min read

মঙ্গলবার ১১ লক্ষাধিক টিকাকরণ হয়েছে রাজ্যে। কো-উইন পোর্টালের হিসাবে মঙ্গলবার রাত ন’টা পর্যন্ত রাজ্যে প্রায় ১১ লক্ষ ৫৪ হাজার টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি চার কোটি ছাড়াল রাজ্যের মোট টিকাকরণের সংখ্যা।

আগস্ট মাসে বরাদ্দের চেয়ে ২৯ লক্ষ করোনা টিকা বেশি এসেছে রাজ্যে। তাতেই মঙ্গলবার টিকাকরণে ‘মেগা ড্রাইভ’-এর উদ্যোগ নেয় রাজ্য স্বাস্থ্য দফতর। এক দিনে ১১ লক্ষাধিক টিকাকরণ করায় সেই উদ্যোগ সফল বলে মনে করছেন স্বাস্থ্য কর্তারা। রাজ্য টিকাকরণের শীর্ষ আধিকারিক অসীম দাস মালাকার বলেন, ‘‘টিকা থাকলেই স্বাস্থ্য দফতর টিকাকরণে প্রস্তুত। আমরা আমাদের পরিকাঠামোর মাত্র ৫০ শতাংশ ব্যবহার করেছি। প্রয়োজনে ২০-২৫ লক্ষ পর্যন্ত টিকা দেওয়ার মতো পরিকাঠামো প্রস্তুত আছে আমাদের।’’

আগের থেকে কম সময়ের মধ্যে এক কোটি টিকা দিল রাজ্য। ২৯ দিনের মধ্যে এক কোটি টিকাকরণ শেষ করল রাজ্য সরকার। রাজ্যে প্রথম এক কোটি টিকা দিতে সময় লেগেছিল ১২০ দিন। এক থেকে দু’কোটি টিকা দিয়ে লেগেছিল প্রায় ৬০ দিন। ৪০ দিন সময় লেগেছিল দুই থেকে তিন কোটির ঘরে পৌঁছতে। এ বার ২৯ দিনের মধ্যেই চার কোটি পেরলো রাজ্যের টিকাকরণ। মঙ্গলবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় টিকা মিলিয়ে রাজ্যে মোট চার কোটি নয় লক্ষ টিকা দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Covid Vaccination

আরো দেখুন