রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাতেও বিনামূল্যে রেশন পাবে ভিন রাজ্যের গ্রাহক

September 1, 2021 | 2 min read

এক দেশ এক রেশন ব্যবস্থা আগস্টের প্রথম থেকেই চালু হয়েছে রাজ্যে। ভিন রাজ্যের কোনও রেশন গ্রাহক পশ্চিমবঙ্গ থেকে তাঁর বরাদ্দের খাদ্যশস্য সংগ্রহ করলে তাঁকেও কোনও টাকা দিতে হবে না। রাজ্য সরকার ভিন রাজ্যের বাসিন্দাদের জন্য অতিরিক্ত ভর্তুকি দিয়ে চাল, গম সরবরাহ করবে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা করা হয়েছে। খাদ্যদপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দিয়েছে। খাদ্যদপ্তর সূত্রের খবর, আগস্টে ৫০ জনের মতো ভিন রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গের রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করেছেন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে খাদ্যদপ্তরের আধিকারিকরা মনে করছেন। 


পশ্চিমবঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা ১০ কোটির বেশি রেশন গ্রাহক অনেকদিন ধরে বিনাপয়সায় খাদ্যশস্য পাচ্ছেন। জাতীয় প্রকল্পের আওতায় থাকা প্রায় ৬ কোটি রেশন গ্রাহকের জন্য অতিরিক্ত ভর্তুকি দেয় রাজ্য সরকার। রাজ্য‌ খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের ভর্তুকির পুরোটাই রাজ্য সরকারকে বহন করতে হয়। এক দেশ এক রেশন ব্যবস্থার আওতায় আছেন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন গ্রাহকরা। এই গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার ৩ টাকা কেজি দরে চাল ও ২ টাকা কেজি দরে গম সরবরাহ করে। ভিন রাজ্যের রেশন গ্রাহকদের বিনাপয়সায় খাদ্যশস্য দিতে  কেজিতে ৫ টাকা রাজ্য সরকারকে ভর্তুকি দিতে  হচ্ছে। ভিন রা঩জ্যের একজন গ্রাহক মাসে ৫ কেজি করে খাদ্যশস্য পেলে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে। 


পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোনও রাজ্য সরকার অতিরিক্ত ভর্তুকি দিয়ে রেশন গ্রাহকদের বিনাপয়সায় খাদশস্য সরবরাহ করে না। দুই একটি রাজ্য আংশিক ভর্তুকি দিয়ে ১ টাকা কেজি দরে চাল দেয়।

পশ্চিমবঙ্গের কোনও রেশন গ্রাহক ভিন রাজ্যে গিয়ে খাদ্যশস্য সংগ্রহ করলে তাঁকে অবশ্য সেখানকার নির্ধারিত দাম দিতে হবে। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকরা ভিন রাজ্যে গিয়ে এক দেশ এক রেশন ব্যবস্থার আওতায় খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না। 


এক দেশ এক রেশন ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হতেই হবে। ভিন রাজ্যের গ্রাহকদের ক্ষেত্রে রেশন দোকানের ই-পস যন্ত্রে আঙুলের ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাই করা বাধ্যতামূলক। রাজ্যের রেশন গ্রাহকদের ক্ষেত্রে আপাতত আধার নম্বর যাচাইয়ের পাশাপাশি নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি  দিয়েও খাদ্যশস্য সংগ্রহ করা যাবে। ওটিপি ব্যবস্থা আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু এখনও রাজ্যের সব রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না-হওয়ায় এটা চলবে। এখনও পর্যন্ত ৭ কোটির মতো রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণ হয়েছে বলে খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারও আধার সংযুক্তিকরণের সময় ইতিমধ্যে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ration

আরো দেখুন