রাজ্য বিভাগে ফিরে যান

ফিরহাদ হাকিমের মধ্যস্থতায় উঠে গেল পেট্রল পাম্পের ধর্মঘট

September 1, 2021 | < 1 min read

আপাতত এক দিনের (petrol pump strike withdrawn) প্রতীকী পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (West Bengal Petrolium dealers Association) । মঙ্গলবার রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের (transport Minister Firhad Haqim) সঙ্গে বৈঠকে বসেন সংগঠনের কর্তারা। তারপরই আপাতত ধর্মঘটের পথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় সংগঠন ।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি তেল সংস্থা ও পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ তিনি করবেন না । কিন্তু যেহেতু বিষয়টি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত, সাধারণ মানুষ এর দরুণ অসুবিধায় পড়েছে, তাই সমস্যা সামধানের সব রকম চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে তিনি করবেন। এদিন পরিবহন মন্ত্রীর কাছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের প্রতিটি সমস্যার কথা তুলে ধরেন। যে তিন দফা দাবি নিয়ে তাদের আন্দোলন বিস্তারিতভাবে সেগুলো জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #WB Petroleum Dealers Association

আরো দেখুন