দেশ বিভাগে ফিরে যান

টিকায় প্রথম কে? দুই বিজেপি শাসিত রাজ্যের দাবির সত্যতা ঘিরে প্রশ্ন

September 2, 2021 | < 1 min read

দু’দিন আগে প্রথম ডোজ টিকা সম্পূর্ণ করার দাবি করে হিমাচলপ্রদেশ। বুধবার প্রায় একই দাবি মধ্যপ্রদেশের। দেশের প্রথম জেলা হিসেব সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকার প্রথম ডোজ দেওয়ার কৃতিত্ব দাবি করল মধ্যপ্রদেশের ইন্দোর।

মঙ্গলবার পর্যন্ত জেলার ২৮.০৮ লক্ষ জনকে টিকা দেওয়া হয়েছে। জেলার জনসংখ্যা ৪২.৪১ লক্ষ। ১৩ আগস্টের মধ্যে ইন্দোর শহরের বাসিন্দাদের প্রত্যেকের প্রথম ডোজ টিকাকরণ সম্পূর্ণ হয়। খবর প্রকাশ্যে আসতেই জেলার মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং।

দিন তিনেক আগে এরকমই দাবি করেছিল হিমাচল প্রদেশ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন ১০০ শতাংশ প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী রাজীব সাইজল বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে রাজ্যে ১০০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন।’

এই দাবি ঘিরে শুরু হয়েছে জল্পনা। ইন্দোর না হিমাচলপ্রদেশ, কার দাবি সত্যি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #vaccine, #vaccinations

আরো দেখুন