উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পুজোর আগেই বাড়তে পারে চা শ্রমিকদের মজুরি

September 2, 2021 | < 1 min read

রাজ্যের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে একটি ত্রিপাক্ষিক কমিটি তৈরি করল শ্রমদপ্তর। ছ’জনের এই কমিটিতে শ্রমদপ্তরের দুই পদস্থ কর্তা পশুপতি ঘোষ ও মহম্মদ রিজওয়ান থাকবেন। এছাড়া চা বাগান মালিক ও শ্রমিক সংগঠনগুলির তরফে থাকবেন দু’জন করে প্রতিনিধি। সব ধরনের সুবিধার কথা মাথায় রেখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, সে ব্যাপারে এই কমিটি দ্রুত রিপোর্ট দেবে শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে। সেই রিপোর্ট নিয়ে বিশদে আলোচনার জন্য আগামী ৪-৫ অক্টোবর শ্রমদপ্তরে টানা বৈঠক হবে। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই চা শ্রমিকদের জন্য বর্ধিত ন্যূনতম মজুরির সুখবর শোনাতে পারে সরকার। 


মঙ্গলবার মন্ত্রীর ঘরে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে কমিটি গঠন ও পরবর্তী বৈঠকে ফয়সালার চেষ্টা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। দপ্তর সূত্রে এখবর জানানো হয়েছে। মন্ত্রী নিজে এবার বিষয়টি ফয়সালা করতে সব পক্ষকেই কড়া নির্দেশ দিয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Tea Garden Workers, #North Bengal, #daily wages

আরো দেখুন