ছাত্র- ছাত্রীদের জন্যে কেরিয়ার গাইডেন্স পোর্টাল তৈরি করবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ নবান্নে কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এবার পরীক্ষায় অসাধারণ সাফল্য। কৃতী পড়ুয়াদের অভিনন্দন। সবাই খুব ভাল থেকো। আগামীদিনের জন্য শুভ কামনা রইল। করোনার জন্য আজকে এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। তবে সামনাসামনি কখনও না কখনও দেখা হবে। ছাত্রছাত্রীরা যাঁরা খুব ভালো ফলাফল করেছেন, তাঁরা শুধু আমাদের গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব।”
মুখ্যমন্ত্রী জানান, পড়ুয়াদের জন্য চালু হবে কেরিয়ার গাইডেন্স পোর্টাল (career guidance portal)। বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ থাকবে সেই পোর্টালে। ছাত্রছাত্রীরা যে ট্যাব বা ল্যাপটপ পাচ্ছে, সেখান থেকে ওই পোর্টালে গিয়ে গাইডেন্স নিতে পারবে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক , মাদ্রাসা, হাই মাদ্রাসার পরীক্ষায় সফল পড়ুয়াদের উত্সাহিত করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ নিজের অস্তিত্বকে ভুললে চলবে না, নিজের মাটিকে মনে রাখতে হবে, যেখানে যাও বাংলায় ফিরে এসো, বাংলাকে ভালবেসো।’