খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় আর্জেন্টিনা, ব্রাজিলের

September 3, 2021 | < 1 min read

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। ৬৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন এভার্টন রিবেইরো। এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ব্রাজিল।

যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্তিনা। ম্যাচের ৩২ মিনিটের মাথায় আদ্রিয়ান মার্টিনেজ লালকার্ড দেখায় ভেনেজুয়েলাকে ১০ জনে খেলতে হয়। প্রথমার্ধের শেষদিকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লরাতো মার্টিনেজ। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান জোয়াকিন কোরিয়া। ৭৪ মিনিটে আর্জেন্তিনার হয়ে তৃতীয় গোল করেন অ্যাঞ্জেল কোরিয়া। খেলার শেষদিকে পেনাল্টি থেকে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোল করেন ইয়েফারসন সটেলডো।

উল্লেখ্য, পরের ম্যাচে আর্জেন্তিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Argentina, #Football, #Brazil

আরো দেখুন