বিজেপিতে ফের ধাক্কা, নদিয়ায় কয়েকশো বিজেপি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে
একদিকে যখন বিজেপি রাজ্য নেতাদের বিরুদ্ধে দলের সাধারন নেতা ও কর্মীদের ক্ষোভ বেড়ে চলেছে তার পাশাপাশি রাজ্যজুড়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান এর সংখ্যা প্রায় প্রতিদিন বেড়ে চলেছে অস্বাভাবিক হারে। উত্তরবঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের চিন্তা বাড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ বিজেপির সম্মেলনে ৫ বিধায়ক অনুপস্থিত থেকে।
এবারে বিজেপির মাথাব্যথা তৈরি হলো দক্ষিণবঙ্গে নদীয়ায়।নদীয়ার কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হওয়ার পরেও তৃণমূলে যোগ দিয়েছেন সপুত্র মুকুল রায়। এবারে বিজেপির সংখ্যালঘু সংগঠনে ভাঙন ধরল আজ।নদিয়ার কল্যাণী গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষের হাত ধরে আজ বিজেপির তপশিলি সেলের সভাপতি বিট্টু গায়েন সহ একাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃনমূলে।
যোগদানের পর বিট্টু গায়েন বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ ও নীতিকে ভালো লেগেছে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতেই তৃণমূলে যোগদান।”