খেলা বিভাগে ফিরে যান

প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টন ও শুটিংয়ে সোনা ভারতের

September 4, 2021 | < 1 min read

টোকিওয় অনুষ্ঠিত প্যারালিম্পিকে দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ভারতের। ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এস এস থ্রি ক্লাসের ফাইনালে সোনা জিতলেন প্রমোদ ভগত। স্ট্রেট সেটে হারালেন ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে। এর ফলে চতুর্থ সোনার পদকটিও এসে গেল ভারতের ঝুলিতে। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন আরেক ভারতীয় শাটলার মনোজ সরকার।

এদিন শুরুতেই ফের শুটিংয়ে এল সোনা এবং রুপো। ফাইনাল জিতে দেশকে স্বর্ণপদক এনে দিলেন মণীশ নরওয়াল। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন সিংহরাজ অধানা। মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে ভারতীয় প্রতিপক্ষকে হারিয়েই সোনা জিতে নেন ১৯ বছরের মণীশ। এর আগে প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অবনী লেখারা। এবার সোনা এল মণীশের হাত ধরে। মণীশের কাছে পরাস্ত হয়ে রুপো পেলেন ভারতীয় অ্যাথলিট সিংহরাজ আধানা।

TwitterFacebookWhatsAppEmailShare

#pramod bhagat, #manoj sarkar

আরো দেখুন