প্রতি মাসে নির্দিষ্ট দপ্তরের বিভিন্ন প্রকল্প মনিটরিং করবেন রাজ্যের মুখ্যসচিব
সরকারের বিভিন্ন দফতরের অধীনে চলা বিভিন্ন প্রকল্প যাতে সঠিক ভাবে বাস্তবায়িত হয় তার জন্য নয়া পরিকল্পনা নিল রাজ্য সরকার (Nabanna)। ঠিক হয়েছে, প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দপ্তরের বিভিন্ন প্রকল্প মনিটরিং করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
যেমন প্রতি মাসের প্রথম সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত শিক্ষা দফতরের বিভিন্ন প্রকল্প মনিটরিং করবেন মুখ্যসচিব। তার মধ্যে থাকবে মিড ডে মিল, বিভিন্ন বৃত্তি, ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উৎসশ্রীর মতো প্রকল্প।
মাসের প্রথম মঙ্গলবার মুখ্যসচিব মনিটর করবেন কারিগরি শিক্ষা দফতরের বিভিন্ন কর্মসূচি। তাতে থাকবে স্বপ্ন ভোর, উৎকর্ষ বাংলা , শ্রমিক সুরক্ষা যোজনার মতো প্রকল্প। এই ভাবেই মাসের কোনও বুধবার মুখ্যসচিব খতিয়ে দেখবেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন।
মাসের কোন সপ্তাহের কোন দিন এই মনিটরিং হবে সেটাই এদিন ক্যালেন্ডার আকারে জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে নবান্ন। পর্যবেক্ষকদের মতে, সরকার বিভিন্ন দপ্তরে অজস্র প্রকল্প চালু করেছে। কিন্তু অনেক সময়েই তা হয়তো সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না। তা যাতে যথাযথ ভাবে সেই লক্ষ্যেই নতুন পদ্ধতি নিল নবান্ন।