দেশ বিভাগে ফিরে যান

তেলের ওপর আবগারি শুল্কের সৌজন্যে ফুলে ফেঁপে উঠছে মোদী সরকারের কোষাগার

September 5, 2021 | < 1 min read

(ছবি সংগৃহীত)

পেট্রল-ডিজেলের দাম বাড়ায় (Petrol Diesel Price Hike) বিপুল আয় হল কেন্দ্রের। যাবতীয় পেট্রো-পণ্যের উপর বসানো আবগারি শুল্কের (Excise duty) লেভি থেকে কেন্দ্রীয় সরকারের রাজস্ব সংগ্রহ চলতি অর্থবর্ষের (এপ্রিল ২০২১- মার্চ ’২২) প্রথম চার মাসেই (এপ্রিল থেকে জুলাই) ৪৮ শতাংশ বেড়েছে। গত অর্থবর্ষের (এপ্রিল ২০২০- মার্চ ’২১) প্রথম চার মাসের তুলনায়। যার বেশির ভাগটাই এসেছে পেট্রল ও ডিজেলের সুবাদে। দেশের বাজারে বাড়তি দামে পেট্রল ও ডিজেলের বিক্রি অনেক বেড়েছে বলে।


কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়-ব্যয়ের যে হিসাব কষেছে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, তার থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে।


ওই তথ্যাদি জানিয়েছে, গত অর্থবর্ষের প্রথম চার মাসে যাবতীয় পেট্রো-পণ্যের উপর বসানো আবগারি শুল্কের লেভি থেকে কেন্দ্রীয় সরকারের রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল ৬৭ হাজার ৮৯৫ কোটি টাকা। তা চলতি অর্থবর্ষের প্রথম চার মাসে বেড়ে হয়েছে এক লক্ষ কোটি টাকা। বৃদ্ধির পরিমাণ ৩২ হাজার ৪৯২ কোটি টাকা।


ভারতে জিএসটি চালু হওয়ার পর একমাত্র পেট্রো-পণ্যাদির উপরেই তা ধার্য হয়নি। সেখানে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি-ই বহাল রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#petrol, #petrol diesel, #Oil

আরো দেখুন