দেশ বিভাগে ফিরে যান

তালিবানের জন্য তেলের দাম বাড়ছে, হাস্যকর দাবি বিজেপি বিধায়কের

September 6, 2021 | < 1 min read

রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সেই পেট্রোপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে মোদি সরকারকে(Modi government) বাঁচিয়ে তালিবানকে(taliban) দুষলেন বিজেপি বিধায়ক(bjp mla)। কর্নাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বালাডের(Arvind blade) দাবি, আফগানিস্তান তালিবানের দখলে যেতেই নাকি বাড়ছে জ্বালানির দাম।


সম্প্রতি দেশজুড়ে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। বহু জায়গায় আবার সেঞ্চুরি ছুয়ে ফেলেছে ডিজেলের দামও। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার সেই তেলের মূল্যবৃদ্ধি ব্যাখ্যা দিতে গিয়ে আলপটকা মন্তব্য করে সংবাদমাধ্যমকে বিজেপি বিধায়ক অরবিন্দ বালাডে বলেন, “যেদিন থেকে তালিবান একটু একটু করে আফগানিস্তানে দখল নিতে শুরু করেছে তারপর থেকে গোটা বিশ্বে তেলের অভাব দেখা দিয়েছে আর তার জেরেই বিশ্বজুড়ে এভাবে তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। গোটা বিশ্বে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেই ডিজেল-পেট্রল বা রান্নার গ্যাসের দাম বেড়েছে।”


যদিও তার এই মন্তব্যকে অত্যন্ত হাস্যকর বলে দাবি করেছে বিরোধীরা। কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। সেখানকার একাধিক প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত ছিল ভারত। তবে সেই আফগানিস্তানে তালিবানের দখলে নিয়েছে ঠিকই। কিন্তু এর সঙ্গে তিলের কোন সম্পর্ক নেই আফগানিস্তান থেকে ভারত কখনোই তেল সরবরাহ করত না। ফলে বিজেপি বিধায়কের মন্তব্য বিতর্ক বাড়িয়েছে গোটা দেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Petrol prices

আরো দেখুন