খেলা বিভাগে ফিরে যান

ওভাল টেস্টে ১৫৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী কোহলির ভারত

September 6, 2021 | < 1 min read

ভারতীয় পেসারদের আগুনঝরা বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড। ১৫৭ রানে জিতে ২-১-এ সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারত মুখ থুবড়ে পড়লেও, নিজেদের দ্বিতীয় ইনিংসে কোহলি ব্রিগেড অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে যারা কোনও মতে ১৯১ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে তারাই ৪৬৬ রান করেছে। ইংল্যান্ডের জয়ের জন্য ৩৬৮ রানের লক্ষ্য রেখেছিল।

চতুর্থ দিনে ইংল্যান্ড ৩২ ওভার খেলেছিল। কিন্তু ভারত ব্রিটিশ ওপেনিং জুটিই ভাঙতে পারেনি। কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড ৭৭ রান করেছিল। লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের ২ উইকেটে পড়লেও ক্রিজে ছিলেন ক্যাপ্টেন জো রুট। ৩৬ রান করে আউট হন তিনি। এরপর অলি পোপকে আউট করার সঙ্গে সঙ্গে ১০০ উইকেট নিলেন বুমরাহ। সবচেয়ে দ্রুত টেস্টে ১০০ উইকেট নিয়ে ফেললেন ভারতের এই বোলার।

নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয় ওভালে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Oval test, #India, #England

আরো দেখুন