রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলে ফিরেই বিষ্ণুপুরে এবার ‘দুয়ারে বিধায়ক’

September 6, 2021 | < 1 min read

বিষ্ণুপুরে (Bishnupur) এবার ‘দুয়ারে বিধায়ক’ (Duare Bidhayak)। মানুষের পাশে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য। সেই কথা মাথায় রেখেই তৃণমূলে যোগদান করে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে গেলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)।

তৃণমূলে এসেই কিস্তিমাত করলেন তিনি। মানুষের পাশে দাঁড়ানোটাই মূল লক্ষ্য, দল পরিবর্তনের পর এমনটাই মন্তব্য করেন বিধায়ক তন্ময় ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে ফিরেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আর তৃণমূলে ফিরেই তিনি পৌঁছে গেলেন এলাকার সাধারণ মানুষের দরজায়।

রবিবার বিকেলে তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাধবগঞ্জ, মুচিপাড়া, বাউরি পাড়া, ঘোষপাড়া সহ একাধিক এলাকায় পৌঁছে যান মানুষের দরজায় দরজায়।

বিধায়ককে নিজেদের দুয়ারে পেয়ে বিষ্ণুপুরবাসীর মধ্যে প্রবল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে এলাকার বেশ কিছু মানুষের খারাপ অবস্থাও চোখে পড়ে বিধায়কের। তাঁদের প্রত্যেককে বিধায়ক আশ্বাস দেন যে সকলকে সব সমস্যা থেকে মুক্তি দেবেন তিনি।

বিষ্ণুপুরের বিধায়ক এ প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর যাত্রাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই।’ তিনি এ কথাও স্বীকার করে নেন যে এলাকায় কিছু ছোটখাটো সমস্যা এখনও রয়েছে। তবে সেগুলি যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন তিনি, আশ্বাস দেন বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bishnupur, #Tanmoy Ghosh

আরো দেখুন