দেশ বিভাগে ফিরে যান

তৃণমূল নেতাদের গ্রেপ্তারের হুঁশিয়ারি বিপ্লবের, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের

September 6, 2021 | < 1 min read

তৃণমূল নেতাদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রবিবার ট্যুইটারে তিনি লিখেছেন, ‘এখন দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে একটা দল আমাদের রাজ্যে এসেছে। এই দলের নেতৃত্ব পশ্চিমবঙ্গে গোরু পাচারের মতো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এখানেও যাদের দলে টানছে, তারাও এধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আর আমার কাছে তথ্যপ্রমাণ রয়েছে, যার ভিত্তিতে আমি গ্রেপ্তার করব।’

পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, ‘বিপ্লববাবুর সৎ সাহস থাকলে গ্রেপ্তার করুন তাঁর দলের এক সদস্যকে। যিনি ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। তিনি কে, তা বিপ্লববাবু ভালো করেই জানেন।’ ঘটনাচক্রে রবিবার সকালেই গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেত্রী পান্না দেবকে। পরিবারিক একটি বিষয়ে পান্নাকে গ্রেপ্তার করেছে পূর্ব আগরতলা মহিলা থানা। তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #tripura, #Biplab Kumar Deb

আরো দেখুন