তিন মাসের মধ্যে রাজ্যের সব শ্রমিকদের আধার-পিএফ সংযোগ: বেচারাম
রাজ্যের চা, পাট, বিড়ি, হোসিয়ারি ও ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আড়াই লক্ষ শ্রমিকের এখনও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করা সম্ভব হয়নি। সেই কারণে বিশেষ শিবিরের মাধ্যমে আধার কার্ড সংশোধন ও সংযুক্তিকরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে। সোমবার চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলে আধার সংশোধন ও সংযুক্তিকরণের বিশেষ শিবিরের সূচনা করতে এসে এই কথা বলেন রাজ্যের শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। এদিন তিনি বলেন, বিভিন্ন সময়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনার সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই আধার কার্ডের সমস্যার অভিযোগ করতেন শ্রমিকরা। সেই কারণেই রাজ্য সরকারের উদ্যোগে এইরকম বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
মন্ত্রী বেচরাম মান্না বলেন, ইতিমধ্যে প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে বিশেষ শিবিরের মাধ্যমে ১৬ হাজার শ্রমিক কর্মচারীর আধার কার্ড সংশোধন ও সংযুক্তিকরণ হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের শিবিরের মাধ্যমে বাকি শ্রমিকদেরও এই ধরনের সমস্যা দূর করা হবে। চা বাগানের শ্রমিকদের সুবিধার্থে ওইসব এলাকায় আরও বেশি করে এটিএম বসানোর জন্য ব্যাঙ্কগুলিকে চিঠি দেওয়া হয়েছে। এদিন মন্ত্রী বলেন, জুট মিল শ্রমিকদের স্বার্থে রাজ্যের ৬৯টি জুট মিলে এই ধরনের শিবির করা হবে। অবসরের পর আর্থিক সুবিধা পেতে ভবিষ্যনিধি প্রকল্প সম্পর্কে শ্রমিকদের আরও বেশি সচেতন হওয়ার বার্তা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার জাভেদ আখতার, অতিরিক্ত পি এফ কমিশনার ইস্টার্ন রিজিওন রাজীব ভট্টাচার্য, অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, রিজিওন্যাল পি এফ কমিশনার পি কে মিশ্র, সৌম্যকান্তি গুপ্ত, ল্যাডলো জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর তন্ময় বেরা সহ প্রমুখ।