কিছুদিনের মধ্যেই ছোটপর্দায় ফিরতে চলেছেন বিধায়িকা তথা অভিনেত্রী লাভলি মৈত্র
কিছুদিনের মধ্যেই ছোটপর্দায় ফিরতে চলেছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র। গত বিধানসভা ভোটে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিনেত্রী প্রার্থী অঞ্জনা বসুকে হারিয়েছিলেন। ভোটে জেতার পর থেকে এলাকার মানুষের জন্য বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন লাভলি। কখনও তাঁকে করোনা সচেতনতা বৃদ্ধিতে রাস্তায় দেখা গিয়েছে, আবার কখনও জমা জলে রাস্তায় নেমে মানুষের সমস্যা দূর করার চেষ্টা করেছেন। কিন্তু তা বলে অভিনয়কে একেবারে ভুলে থাকা সম্ভব নয় এই নতুন বিধায়কের। তাই আর কিছুদিনের মধ্যেই ‘জলনূপুর’ ধারাবাহিকের শঙ্খমালা পানিগ্রাহিকে কোনও নতুন চরিত্রে আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে, এমনটাই সূত্রের খবর।
যদিও এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ লাভলি। তাঁর কথায়, ‘এখনও কিছু ফাইনাল হয়নি।’ তবে, কথাবার্তা যে অনেকটাই এগিয়েছে, সেই বিষয়টা ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে। ‘জলনূপুর’ ধারাবাহিকে লাভলির চরিত্রটি দর্শকের কাছে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল। ২০১৩ সাল থেকে প্রায় দু’বছর ধরে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল। ভোটে দাঁড়ানোর আগে তাঁকে ‘মোহর’ ধারাবাহিকে দেখা যেত। এখন লাভলি অনেক পরিণত। কাঁধে এসেছে নতুন দায়িত্ব। অভিনয় এবং জনসেবার কাজের মধ্যে ব্যালান্স করতে হবে তাঁকে। এবার লাভলিকে টেলিভিশনের পর্দায় কী রূপে দেখা যায়, অবশ্যই তার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন।