ত্রিপুরায় দুয়ারে দুয়ারে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললেন সুস্মিতা
একুশের নির্বাচনে বিপুল ভোট পেয়ে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। বাংলার পর এবার তাদের টার্গেট ত্রিপুরা। আর তাই ২০২৩ সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়তে চলেছে তারা।
কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরই প্রচারে নেমে পড়েছেন সুস্মিতা দেব। ত্রিপুরায় সংগঠন পোক্ত করার দায়িত্ব পেয়েছেন তিনি। সেই উদ্দেশ্যেই গেছেন ত্রিপুরা সফরে। তাঁর ১৫ দিনের ত্রিপুরা সফরে সংগঠনকে আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছেন।
সেইমতই আজ অমরপুরে দুয়ারে দুয়ারে ঘুরে সুস্মিতা কথা বলেন স্থানীয়দের সাথে। শোনেন তাঁদের অভাব- অনটন, সুবিধা- অসুবিধার কথা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, লক্ষ্য নীচু তলার সংগঠনকে মজবুত করা।
প্রসঙ্গত, ২০২৩-এ বিজেপিকে ত্রিপুরার মসনদ থেকে উৎখাত করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যে অবিচল দলের শীর্ষ নেতৃত্ব। বার বার ত্রিপুরা ছুটে যাচ্ছেন তৃণমূলের তাবড় তাবড় নেতারা। একই লক্ষ্য নিয়ে ১ সেমপ্টেম্বর ১৫ দিনের ত্রিপুরা সফরে গেছেন সুস্মিতা দেব। সুস্মিতার ত্রিপুরা সফর অনেকটাই সাড়া ফেলতে সক্ষম হয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।