উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নির্বাচনের পর ‘নিখোঁজ’ ময়নাগুড়ির বিধায়ক! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ মানুষের

September 8, 2021 | 2 min read

ময়নাগুড়ির বিধায়ক কোথায়? তাঁকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না! সোশ্যাল মিডিয়ায় এমন ‘প্রচার’ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। স্থানীয় বাসিন্দাদেরও দাবি, বিধায়ককে তাঁরা খুঁজে পাচ্ছেন না। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। তাঁর পাল্টা দাবি, হেনস্তা করতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এমন অপপ্রচার করছে। যদিও তৃণমূলের দাবি, সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। 


বিধায়কের নিজের এলাকার বাসিন্দা হিরণ্ময় রায়, গোপাল বসাক বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্মে বিধায়কের সই প্রয়োজন হয়। কিন্তু, তাঁকে কোথায় গেলে পাব জানি না। বাড়িতে গিয়েও পাওয়া যাচ্ছে না। বিধায়ক তাঁর এলাকা উন্নয়ন তহবিল দিয়ে গ্রামে উন্নয়নমূলক কাজকর্ম করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু, এখানে কোনও উন্নয়ন হচ্ছে না। ভোটের সময়ে বিধায়ক প্রার্থী হয়ে পাড়ায় পাড়ায় এসেছিলেন। কিন্তু, জেতার পর তাঁকে আর দেখা যাচ্ছে না। ওঁকে ভোট দিয়ে মনে হচ্ছে চরম ভুল হয়েছে। তাই ক্ষোভে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। 


বিধায়ক কৌশিক রায় বলেন, রাজ্য থেকে এমএলএ ফান্ডের কোনও টাকা এখনও আসেনি। টাকা এলে ডিপিআর বানিয়ে উন্নয়নের কাজ শুরু হবে। সপ্তাহের নির্দিষ্ট ক’দিন আমার বাড়িতে এবং আমাদের পার্টি অফিসে ছাত্রছাত্রীরা এসে ফর্মে সই করে নিয়ে যাচ্ছে। অনেকেই আলাপ আলোচনার জন্য, সমস্যা সমাধানের জন্য আসছেন। আসলে ওদের জেতা আসন হাতছাড়া হয়েছে, তাই ওরা আমার এবং আমার দলের বদনাম করতে এসব বলে বেড়াচ্ছে। শীঘ্রই অফিসঘর তৈরি করব। সেজন্য ময়নাগুড়ি সদরে ঘরভাড়া খোঁজ করছি। তবে আমার তো মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসব উল্টোপাল্টা পোস্ট করে ওরা অফিস ঘর বানতেই দেবে না। 

তৃণমূলের ময়নাগুড়ির ব্লক সভাপতি মনোজ রায় বলেন, বিধায়ককে ভোটাররা খুঁজে পাচ্ছেন না। তাই তাঁদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। এখানে তৃণমূলের কোনও হাত নেই। আসলে বিজেপি সবসময় হীনমন্যতায় ভোগে। বিধায়ক কোথাও অফিস করার জন্য ঘরভাড়া নিলে তো এলাকার লোকজনেরই সুবিধা হবে। 
এবারের বিধানসভা ভোটে ময়নাগুড়ি আসনটি হাতাছাড়া হয় তৃণমূলের। বিজেপি প্রার্থী ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডারের বাসিন্দা কৌশিক রায় জয়ী হন। তাঁর গ্রামের লোকজনেরই দাবি, করোনাকালে মানুষের সঙ্কটময় পরিস্থিতিতে তাঁকে কোথাও দেখা যায়নি। কাজ নিয়ে তাঁর বাড়িতে গেলে দেখা পাওয়া যায় না। কেউ কেউ আবার একটু বেশি বিরক্ত হয়ে বলছেন, বিধায়ক নিজের গ্রামের তো উন্নয়ন করেননি, বিধায়ক এলাকাতেও নয়। বিধায়কের নিজস্ব কোনও অফিস নেই। ফলে কোথায় গেলে তাঁকে পাওয়া যাবে তাও জানতে পারছি না। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Kaushik Roy, #moynaguri

আরো দেখুন