রাজ্য বিভাগে ফিরে যান

তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ৭৯টি হাসপাতালে হাইব্রিড সিসিইউ চালু রাজ্যে

September 8, 2021 | < 1 min read

ছবি: প্রতীকী

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মাথায় রেখে রাজ্যের ৭৯টি মাঝারি ও বড় সরকারি হাসপাতালে হাইব্রিড সিসিইউ চালু করছে রাজ্য সরকার। এর মধ্যে মহকুমা, সুপারস্পেশালিটি, জেলা এবং মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। এক-একটি হাইব্রিড সিসিইউতে আটটি সিসিইউ শয্যা এবং ১৮টি এইচডিইউ শয্যা থাকবে।

সংশ্লিষ্ট জেলাগুলিতে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে বলেছে। এ মাসের ১২ তারিখের মধ্যে জমা দিতে হবে পূর্ণাঙ্গ পরিকল্পনা। এদিকে রাজ্যের অন্যতম বড় রেফারেল কোভিড হাসপাতাল বেলেঘাটা আইডি’র করোনা রোগীদের জন্য সিসিইউ বেড বেড়ে হচ্ছে ৬৮।

বর্তমানে ৩৩ শয্যার কোভিড সিসি‌ইউ রয়েছে। একটি বেসরকারি আইটি সংস্থা তাদের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পখাতে ২৫টি শয্যা দান করছে। হাসপাতাল বাড়াচ্ছে আরও ১০টি শয্যা। এভাবে মোট শয্যা বাড়ছে। শীঘ্রই নতুন শয্যাগুলি ব্যবহারের উপযোগী করে তোলা হবে। মঙ্গলবার একথা জানিয়েছেন আইডি’র সুপার ডাঃ আশিস মান্না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hybrid CCU, #ccu, #West Bengal, #covid-19, #covid third wave

আরো দেখুন