কলকাতা বিভাগে ফিরে যান

অসুস্থ মুকুল রায়, পিছিয়ে গেল হাইকোর্টে পিএসি মামলার শুনানি

September 8, 2021 | < 1 min read

মুকুল রায়, কলকাতা হাইকোর্ট, সংগৃহীত ছবি

মুকুল রায়ের পিএসি মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর। বুধবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানি ছিল। সেখানে মামলা পিছনোর আর্জি জানান মুকুলের আইনজীবী। তাতে আপত্তি জানান অপর পক্ষের আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

বুধবার শুনানির শুরুতেই মুকুল রায়ের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল অসুস্থ। তাই তাঁর সঙ্গে মামলা নিয়ে আলোচনা করার সুযোগ পাননি। এই কারণে কিছুদিন পিছিয়ে দেওয়া হোক মামলা।

কিন্তু মুকুল রায়ের আইনজীবীর সওয়ালের বিরোধিতা করেন অপর পক্ষের আইনজীবী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জানান, শুনানি বেশি পিছনো সম্ভব নয়। ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #tmc, #calcutta high court, #mukul roy

আরো দেখুন