রাজ্য বিভাগে ফিরে যান

টিকাকরণ কেন্দ্রে ভিড় এড়াতে বুথে বুথে ক্যাম্প করবে রাজ্য

September 8, 2021 | 2 min read

 টিকাকরণ কেন্দ্রে ভিড় এড়াতে বুথে বুথে ক্যাম্প করার জন্য নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। টিকাকরণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সব জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। এছাড়া বেসরকারি ও সরকারি যৌথ উদ্যোগে রাজ্যে আরও কয়েকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সে বিষয়ে এদিন আলোচনা হয়। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, শিলিগুড়ি, বোলপুর, চাকদহ সহ রা‌঩জ্যের কয়েকটি জায়গায় যৌথ উদ্যোগে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। যার মাধ্যমে আরও ডাক্তার তৈরিই প্রধান উদ্দেশ্য নবান্নের। গত কয়েকদিন বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে দীর্ঘ লাইন হতে দেখা যাচ্ছে। কয়েক জায়গায় গোলমালের সংবাদ এসে পৌঁছেছে নবান্নে। যাতে অসন্তুষ্ট নবান্নের শীর্ষকর্তারা। তাই এদিন সন্ধ্যায় স্বাস্থ্যদপ্তরের রাজ্য ও জেলাস্তরের অফিসারদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় নবান্নে। সেই বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া নিয়ে যেন ভিড় না হয়। সবটা স্বাভাবিকভাবে করতে হবে। যাতে কোনও গোলমালের খবর না আসে, তা দেখতে হবে। এর জন্য জেলাশাসকদের বিশেষ নজর দিতে হবে। 


গত শনিবার ভ্যাকসিন বিক্রি করার অভিযোগে ছোট জাগুলিতে এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা। সেই ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সতর্ক করে দেন মুখ্যসচিব। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। বিজ্ঞানসম্মত এবং সঠিকভাবে টিকাকরণ করতে হবে। এর জন্য ক্যাম্পের সংখ্যা বাড়ানো দরকার। বুথে বুথে ক্যাম্প করতে সমস্যা অনেক কমে যাবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন ফর্মপূরণের জন্য দীর্ঘ লাইন পড়ত, তখন বুথে বুথে ক্যাম্প করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যসচিব। 

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Bengal Fights Corona, #vaccine

আরো দেখুন