আইসিডিএস কর্মীদের রঙিন অ্যাপ্রন প্রদান রাজ্যের
রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের জন্য বিশেষ জামা বা অ্যাপ্রন দেওয়া শুরু করল সরকার। মঙ্গলবার সল্টলেকের শুভান্নর সভাঘরে একটি অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এদিন তিনি ২০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের হাতে অ্যাপ্রন তুলে দেন। রান্নার সময় শাড়ির উপর এই রঙিন জামা পড়ে তাঁরা কাজ করবেন। সেই কারণেই সেগুলি দেওয়া হয়েছে বলে দপ্তর জানিয়েছে। শশী পাঁজা বলেন, কর্মীদের জন্য হাল্কা নীল রঙের এবং সহায়িকাদের জন্য গাঢ় নীল রঙের অ্যাপ্রন বানানো হয়েছে। তন্তুশ্রী এবং মঞ্জুষা এগুলি বানাচ্ছে। দ্রুত সমস্ত আইসিডিএস কর্মী ও সহায়িকাদের তা দেওয়া হবে। দপ্তর জানিয়েছে, ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২ লক্ষ ০৯ হাজার ১৪৯ জনকে এই অ্যাপ্রন দেওয়া হবে।
এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় প্রচারপত্র ব্রেইল লিপিতে প্রকাশ। দুয়ারে সরকার শিবিরে গেলে কী কী সুবিধা মিলবে কিংবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা সুফল পাবেন, তার বিস্তারিত বিবরণ দিয়ে ব্রেইল হরফে পোস্টার প্রকাশ করা হয়েছে। শহর তথা রাজ্যের বিভিন্ন জায়গায় দৃষ্টিহীনদের নিয়ে কাজ করা একাধিক সংগঠন বা স্কুলের মাধ্যমে সেই প্রচারপত্র বিলি করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। তাছাড়া, বিভিন্ন সরকারি অফিসে সেটা ঝুলিয়ে দেওয়া হবে। যাতে বিশেষভাবে সক্ষম মানুষরা সহজেই এর সম্পর্কে জানতে পারেন। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা আমার বা তোমার পৃথিবী নয়। আমাদের সকলের পৃথিবী। সরকারি সুযোগ-সুবিধা সকলের জন্য। ফলে যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদেরও সবকিছু জানার অধিকার রয়েছে। সেই কারণেই এই উদ্যোগ। এদিন বিভিন্ন ব্লাইন্ড স্কুলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ। পড়ুয়াদের হাতে ব্রেইল হরফে লেখা পোস্টার তুলে দেওয়া হয়।