রাজ্য বিভাগে ফিরে যান

পুজোর মরশুমে খুশির খবর, রাজ্য সরকারি কর্মীদের পারিবারিক পেনশন বাড়ানো হল

September 9, 2021 | < 1 min read

পারিবারিক পেনশন (Family Pension) অনেকটাই বাড়ানো হল রাজ্য সরকারি কর্মীদের। আজ, বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফে নির্দেশিকা জারি করে সেই বর্ধিত পেনশনের কথা ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সেই পারিবারিক পেনশনের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে।

আগে পারিবারিক পেনশনের উর্ধ্বসীমা ছিল ৩৬০০ টাকা। অর্থাৎ সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁদের স্ত্রী বা সন্তান সর্বাধিক ৩৬০০ টাকা পর্যন্ত পেনশন পেত। এ বার সেই উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ৯,০০০ টাকা। অর্থ দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।

সাধারণত মৃত কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা, আবিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্না মেয়ের ২৫ বছরের কম বয়সী মেয়ের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

এই নির্দেশিকা আজ অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকেই জারি হচ্ছে। পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে বাকি সব শর্ত থাকছে আগের মতোই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Family, #pension

আরো দেখুন