রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার মুকুটে জোড়া পালক, দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবার কলকাতা ও যাদবপুর

September 9, 2021 | 2 min read

দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় আবারও বাজিমাত করল বাংলা। ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২১’-এর (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় আবারও বাজিমাত করল বাংলা। ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২১’-এর (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়।

(ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

এবার চতুর্থ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

(ছবি সৌজন্য পিটিআই)

দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় অষ্টম স্থানে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

গতবারের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল সপ্তম স্থানে। এবার তিন ধাপ এগিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

(ফাইল ছবি)

গতবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থানে ছিল। এবার তিন ধাপ নেমে অষ্টম স্থান পেয়েছে যাদবপুর।

গত কয়েক বছর ধরেই ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক র‌্যাঙ্কিংয়ে কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একবার যাদবপুর এগিয়ে যায় তো, অন্যবার বাজিমাত করে কলকাতা। এবারও সেই ধারায় ছেদ পড়ল না।

কলকাতার এই দুই বিশ্ববিদ্যালয়ের সাফল্যে অভিনন্দন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানা, কলেজগুলির মধ্যে সেরার তালিকায় আছে কলকাতার সেন্ট জেভিয়ার্স এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

TwitterFacebookWhatsAppEmailShare

#jadavpur university, #calcutta university

আরো দেখুন