তথ্য যাচাই বিভাগে ফিরে যান

অসমে তৃণমূলের কমিটির ভুয়ো তালিকা ভাইরাল সামাজিক মাধ্যমে

September 10, 2021 | < 1 min read

একুশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর, তৃণমূলের সামনে টার্গেট ত্রিপুরা এবং অসম। সেই লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল। অসমের প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেবও কংগ্রেস থেকে তৃণমূলে এসে যোগদান করেছেন। তাঁকে অসম এবং ত্রিপুরায় সংগঠন তৈরির দায়িত্ব দিয়েছে দল। অন্যদল থেকে তৃণমূলে যোগদানের প্রবণতাও বাড়ছে। এই পরিস্থিতিতে নেতৃত্ব বুঝতে পেরেছে, অসমে স্থানীয় নেতৃত্ব তৈরি করা প্রয়োজন। সংগঠনের ভীত মজবুত করতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে স্থানীয় নেতৃত্বই অনুঘটকের কাজ করতে পারে। সূত্রের খবর, সেজন্যই অসমে রাজ্য কমিটি গঠনের পক্ষে জোর দিচ্ছে শাসকদল।

দাবি

কিন্তু এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অসমের তৃণমূলের রাজ্য কমিটির প্রতিনিধি তালিকা। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারও হয়েছে সেই খবর। অনেকেই তা সত্যি বলে ভাবতেও শুরু করেছেন।

সত্যতা

কিন্তু সেই তালিকাটি ভুয়ো। একথা টুইট করে জানাল খোদ অসমের তৃণমূল। টুইটে লেখা হয়েছে, কমিটি তৈরির পরিকল্পনা থাকলেও তা এখনও গঠিত হয়নি এবং তালিকাটি ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #Social Media, #trinamool

আরো দেখুন