← দেশ বিভাগে ফিরে যান
আয়কর রিটার্ন জমার সময়সীমা বেড়ে ৩১ ডিসেম্বর
এবছর আয়কর রিটার্ন (IT Return) জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হল ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সাধারণত এই সময়সীমা জুলাই মাস পর্যন্ত থাকে। করোনার কারণে গত মে মাসে তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু পোর্টাল ঠিকভাবে কাজ না করায়, আয়কর রিটার্ন দাখিল করার সময় করদাতারা সমস্যায় পড়ছিলেন। তা যাতে ঠিকভাবে কাজ করে ও করদাতারা সুষ্ঠুভাবে রিটার্ন জমা করতে পারেন, তার জন্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে পোর্টালটি সারিয়ে তোলার নির্দেশ দেয় কেন্দ্র (Union Govt)।
করদাতাদের সমস্যার কথা মাথায় রেখেই আয়কর রিটার্ন জমা করার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বৃহস্পতিবার ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes)।